আসসালামু আলাইকুম,
আমি বাপ্পি, আমার পেস এর যাত্রা শুরু হয় ২০১৭ থেকে তখন শুধু ম্যাচ খেলতাম আর এলাকার বড় ভাইদের ও গেইম টা নামাই দি এরপর নিজেদের মধ্যে ফ্রেন্ডলি খেলাতাম টানা ২ বছর খেলি এরপর আসে করোনা, তখন ডুকে যায় পাবজিতে,পাবজি খেলে খেলে করোনা শেষ করে পেলি এরপর দেখলাম পাবজি খেললে মাথা একটু গরম থাকে তাই পেস এই আবার বেক করি ২০২১ এই তখন শুধু অনলাইন আর ফ্রেন্ডলি ম্যাচ শুরু করি, তখনো জানতাম না এই গেইম নিয়ে ফেসবুক এই গ্রুপ আচে বা কিছু এরপর কিছু গ্রুপে এড হই মানুষের পোস্ট দেখি গেইম সম্পর্কে তথ্য নিতাম, ২০২২ ফেব্রুয়ারিতে আমার ওমান আশা হয় ভাবছি আর খেলা হবে না এরপর আবার কাজের ফাকে ফাকে গেইম ডুকা শুরু সারাদিন ডিউটি করে অবসর টাইমে ডুকতাম, একদিন একটা পোস্ট গেইম নিয়ে কমেন্ট করছি Zunaid Rad Iff এই ভাইটা বলে ভাইয়া আমরা নিজেরা টুর্নামেন্ট খেলি আপনি চাইলে আসতে পারেন এরপর উনাদের গ্রুপে ডুকি গ্রুপ কোনো নাম ছিলো না শুধু ছিলো Efootball Friendly Group উনাদের সাথে ম্যাচ খেলতাম সময় পাইলে, তারপর একজন পোস্ট করে যদি পুরো বাংলাদেশ এর বড় বড় টুর্নামেন্ট খেলতে চান তাহলে আমাদের ক্লাব আসেন এইভাবে লিখচিলো, তখন আমি ক্লাব কি তা বুজার জন্য উনাদের ট্রাইল দিচ্চিলাম (মজার ব্যাপার ট্রাইল কি জিনিস বুজতাম না সিলেক্ট হয়েছিলাম) কিন্তু কেনো জানি মন বসছিলো না ফ্রেন্ডলি গ্রুপের সবার সাথে ভালো সম্পর্ক আর ভাইদের মতো হয়ে গেছিলো তাই চিন্তা করছি আমাদের ফ্রেন্ডলি গ্রুপের একটা নাম দিয়ে এরপর রেজিষ্ট্রেশন করব, প্রথমে নাম বাচাই করি তা হলো GoaL 4 Revenge এরপর Cobeg কেমনে রেজিষ্ট্রেশন করবো খুজা শুরু করি পেইজ খুজে মেসেজ দিয়ে Cobeg রেজিষ্ট্রেশন করলাম। রেজিষ্ট্রেশন এর ২ মাস পর আমরা ম্যাচ পাওয়া শুরু করি ক্লাব ২ ম্যাচ জয় পায় কিন্তু আমার ৭ ম্যাচ হয়ে গেচে জয় লাভ করতে পারি নাই এরপর ৮ নাম্বার ম্যাচ যাই প্রথম Cobeg ম্যাচ জিতি এখন একটা স্বপ্ন ৫০ উইন ৮০ ম্যাচ এই ৪৪ উইন, ১৬ ড্র, গোল ১৬৪, MVP 6 👑 আর Cobeg পরিচালনা আর রুলস নিয়ে কোনো দিন কোনো জামেলা হয় নাই, এরপর আমার একটা স্বপ্ন হয়ে দাঁড়ায় ক্লাবকে একটা Cobeg ট্রপি আনি দেওয়া একবারে অনেক ক্লোজ গেছিলাম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিজেদের মধ্যে একজন এর বেইমানির জন্য আমরা বিদায় নাই এখন আলহামদুলিল্লাহ নতুন সিজন ভালো কিছু হবে কারণ আমার সব গুলা টুর্নামেন্ট গ্রুপ পর্ব কোয়ালিফাই করছি আরেকটা কথা আমাদের মেম্বার বেশি হওয়ায় আমার ৩ মাস ভিতর (২০২৩) এই একাডেমি খুলি আলহামদুলিল্লাহ তারাও ভালো পজিশন এই আচে সব মিলিয়ে সবাই ক্লাব টাকে ফ্যামিলি বানাই রাখছে জগড়া,দুস্টামি, হাসি কান্না সব শেয়ার করে সবাই সারাদিন চাকরি করি এরপর আসি ক্লাব সবার সাথে আড্ডা গেইম খেল্লে প্রবাস এর একাকিত্ব দূর হয়ে যায় আর লাস্ট ১ মাস আমি পার্সোনাল সমস্যার জন্য পুরা নেটওয়ার্ক বাইরে ছিলাম আমার অবর্তমানে ক্লাব এই সামলাইছে আমাদের ক্লাব সবাই মিলে তাই বলবো ক্লাব টা একার কারো না সবার স্পেশাল ধন্যবাদ দিতে হচ্চে কিছু মানুষকে Sumnøøn Shiháb Yemin Chowdhury Shawon Muhammad Shopnil Hossain Tanjil Faroque Shanto Islam আর Cobeg ম্যাচ গুলা সবাই অনেক সিরিয়াস খেলে কারন তাদের কমিউনিটি পরিচালনা, ওয়েবসাইট একটা রিয়েল প্রোফাইল যে কারো মনে জায়গায় করে নিবে 😍 দোয়া করি Cobeg আরো অনেক উপরে উঠুক আমাদের ক্লাব আমিও যাতে তাদের অর্জন এর অংশীদার হতে পারি
ধন্যবাদ সকলে কস্ট করে পড়ার জন্য 😍
ইফুটবলের সাথে যাত্রা : IH Bappy
আসসালামু আলাইকুম, আমি বাপ্পি, আমার পেস এর যাত্রা শুরু হয় ২০১৭ থেকে তখন শুধু ম্যাচ খেলতাম আর এলাকার বড় ভাইদের […]