REVIEW: COBEG Legends Cup

#LEGEND_CUP #INFINITY_INVADERS_BD_AND_COBEG উপমা ছাড়া লেখা আসে না, বিষাদ ভরা বর্ষণমুখর সন্ধ্যায় মাথার জট খুলে কী বোর্ড হাসে না 😥 বিষাদের […]

#LEGEND_CUP
#INFINITY_INVADERS_BD_AND_COBEG

উপমা ছাড়া লেখা আসে না, বিষাদ ভরা বর্ষণমুখর সন্ধ্যায় মাথার জট খুলে কী বোর্ড হাসে না 😥

বিষাদের বেস্ট এক্সপ্রেসনে বিপ্লব বলেছিলো –

“গোলাপের ভ্রমর গেছে, বৃন্দাবনে নিমন্ত্রনে।
সাদা রঙ পায়রা গুলো, নেইতো আর আমার সনে।
মেঘে মেঘে শরৎ আসে, নীল শাড়ী জড়ায় না।
উদাসী উদাসপুরে, মহুয়া ছড়ায় না।

মনমাঝে মেঘ জমেছে রংধনু জাগে না।

আকাশের মন ভালো নেই, পাখিদের মন ভালো নেই,
গোলাপের মন ভালো নেই, আমাদের মন ভালো নেই……….

(Zen-Z প্রজন্ম ইউটিউবে সার্চ দিলে এই মাস্টারপিস টা পাবে)।

নানাবিধ কারনে একটু অস্থিরতা যাচ্ছে – তার উপর গতকাল এক কোয়াটার ফাইনালে PBOC ওয়ালারা ইজ্জতের উপর ত্যানাটা রেখে, ২৭-০৩ পয়েন্টে, বাকি সব খুলে নিয়ে চলে গেছে – কাইন্ড অফ -” #হে_প্রভু_ইয়ে_কেয়া_হুয়া 😭😭”
============

এতো টুকু ছিলো সন্ধ্যার আপডেট – এরপর কলিগদের সাথে ৫/৭ কিলো হেটে এসে – ভাজা পোড়া খেয়ে গ্যাস্ট্রিক টাইপ ফীল হলেও – কিছুটা ফুরফুরা৷ পা ব্যাথা হলেও মনের জড়তা কেটে গেছে ☺️

সুতরাং ইনফিনিটি ইনভেডারস বিডি এবং COBEG এর স্পন্সরে আয়োজিত হয় লিজেন্ড কাপ এর রেজাল্ট এর রিপোর্ট করাই যাই।

===========

রিপোর্ট এর প্রথম প্রশ্ন টা – Azizul Haque Jouel এর কাছে

#Final_Match_Your_Performance_What_Happening 🥹🥹🥹

নিশ্চিতভাবে আজিজ ভাই এর মন ভালো নেই।

==========
PBOC কে একটা রূপক নাম দিচ্ছি – “Iron Tide”
—একটি দল যারা ক্রমাগত শীর্ষে উঠেছে, COBEG এর বলা চলে ৮০% ইভেন্ট এ PBOC কোয়াটারে পৌছায়, ৫০-৬০% টাইম তারা ফাইনালেও পৌছায়।

জানিনা ম্যাচ মোমেন্ট এর পেন্ডুলাম কীভাবে ঘুরেছে, কী ছিলো সেই হিরোয়িক মোমেন্টের কন্টেক্সট – যেখানে ১৩-১৩ পয়েন্টে হিসাব নিকাশ আটকে গেলে – ম্যাচ গড়ায় ডিসাইডারে।

ডিসাইডার কে জিতিয়েছিলো সে তথ্যও নাই – সেটা কমেন্টে জানানোর রিকোয়েস্ট – বাট অনুমান করা যায় – পিবিওসি শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারলেও – ঘাম ঝরিয়ে ছেড়েছে ফোর্সা বার্সা।

চ্যাম্পিয়ন টিম কাপ্তান – মোঃ মেহেদী হাসান ভাই আপনার অনুভূতি জানাবেন।।

=====
টুর্নামেন্ট প্রগ্রেস:

#কোয়ার্টার_ফাইনাল

ওয়ারিয়র্স অফ PBOC বনাম ইউনাইটেড পেস ক্লাব: হাড্ডাহাডি লড়াইয়ে ওয়ারিয়র্স অফ PBOC 17-14 পয়েন্টে ইউনাইটেড পেস ক্লাবকে পরাজিত করে টুর্নামেন্টের শুরুতেই নিজেদের আধিপত্য প্রমাণ করে।

অন্য দিকে ফোর্সা বার্সা তাদের দক্ষতা প্রদর্শন করে, গ্যাংস অফ PSB কে 17-8 স্কোরে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।

#সেমি_ফাইনাল

সেমিতে PBOC মুখোমুখি হয় আরেক জায়ান্ট CEC এর। 17-11 স্কোরে পরাজিত করে প্রমাণ করে যে তাদের শীর্ষে পৌঁছানোর যাত্রা কেবলমাত্র ভাগ্য নয়, বরং দক্ষতা এবং কৌশলের ফলাফল।

প্যারালালী, ফোর্সা বার্সা শক্তিশালী এল গ্যালাক্টিকোসকে 16-13 স্কোরের কাছাকাছি ব্যবধানে পরাজিত করে, পৌছে যায় ফাইনালে।

#তৃতীয় স্থান ম্যাচ

EG vs CEC: EG 19-10 ব্যবধানে ইফুটবল এর দক্ষিন আফ্রিকা CEC কে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে।

আনিসুল বদ্দা কে আর মেনশন দিচ্ছি না – অনলি তকদীর এর হাড়ি বিরিয়ানী ক্যান ফিক্স ইট 🥹

#স্বপ্নর_ফাইনাল

ওয়ারিয়র্স অফ PBOC প্রতিষ্ঠিত শক্তি হলেও ফোর্সা বার্সা গ্রোয়িং ফোর্স। বিগত কয়েক সিজনে প্রতিপক্ষের আতংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পর্যায়ে রয়েছে।

নিস্বন্দেহে চ্যাম্পিয়নশিপ ম্যাচটি একটি রোমাঞ্চকর ম্যাচ ছিলো। ১৩-১৩ তে সমতা থাকায় PBOC শেষ পর্যন্ত 16-13 স্কোরে জয়লাভ করে এবং তাদের কৌশলগত দক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন করে শিরোপা অর্জন করে।

অভিনন্দন Warriors Of PBOC 👑

অভিনন্দন Forca Barca eFootball Club 🏅

অভিনন্দন El Galacticos (EG) – eFootball Bangladesh 🥉
অভিনন্দন Chattogram efootball Community- CEC 🎖️

======
এমন একটা ম্যাচ শেষে চ্যাম্পিয়ন PBOC এবং মেহেদী হাসান -হয়তো মুশফিক এর মত বলছেন – Now i can sleep well 🥹

অদিকে রানার আপ এর অর্জন কোন অংশে কম নয়, তবুও আজিজ ভাই হয়তো সুফিয়া আপাকে মিস করছেন ভিষন – ভাবছেন হয়তো তার জন্যই লিখে গেছেন:

কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে।

তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top